লোকালয় ২৪

চুনারুঘাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডেঙ্গু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চুনারুঘাট উপজেলার আব্দুল কালাম (৫৫) নামের এক বাবুর্র্চি।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।

নিহত বাবুর্চি চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উল্লার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সপ্তাহ খানেক পূর্বে ডেঙ্গু ভাইরাস সনাক্ত হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান কালাম। বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ইতিপূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ও মুক্তি পাল চৌধুরী নামে এক গৃহবধুর মৃত্যু হলেও দু’জনই জেলার বাহিরে ডেঙ্গু আক্রান্ত হন। চুনারুঘাটের বাবুর্চি আবুল কালামই প্রথম ব্যক্তি যিনি জেলার ভেতরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।