লোকালয় ২৪

চুনারুঘাটে টিউবওয়েলকে কেন্দ্র করে বড় ছেলের আঘাতে মা-পুত্র গুরুতর আহত

চুনারুঘাটে টিউবওয়েলকে কেন্দ্র করে বড় ছেলের আঘাতে মা-পুত্র গুরুতর আহত

মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মৃত আঃ সহিদের স্ত্রী বৃদ্ধা মুর্শিদা খাতুন (৮০) ও তার পুত্র মেরাজ মিয়া (৩৫) দ্বয়কে বসতবাড়ির টিউবওয়েলকে কেন্দ্র করে বড় ছেলে শাহিন মিয়া, লিয়াকত ও ছিদ্দিক আলী সহ একদল দূর্বত্তরা মা-পুত্রকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছয়শ্রী গ্রামের মেরাজ মিয়ার নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহতদের আত্মচিৎকারে স্থানীয় আশপাশের লোকজনরা এগিয়ে এসে আহত মা-পুত্রকে গুরুতর আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মুুর্শিদা খাতুন ও মেরাজ মিয়া জানান, উপজেলার ছয়শ্রী গ্রামে মেরাজ মিয়া তার নিজ বসতবাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করে দীর্ঘদিন যাবত ধরে পানীয় জল ব্যবহার করে আসছেন। পূর্ব বিরোধকে কেন্দ্র করে আপন বড় ভাই শাহিন মিয়া (৩৩), মৃত আঃ লতিফের পুত্র লিয়াকত মিয়া (৪০), ছিদ্দিক আলী ওরফে ছিদ্দিক বিশ্বাস (৩২), হাসন আলী (৫০), হাসন আলীর পুত্র ছালে আহম্মদ (৩০), মৃত আঃ রশিদের পুত্র সফিকুর রহমান সাফু মিয়া (৩৪) গণ মেরাজ মিয়ার বাড়ির টিউবওয়েল থেকে জোর পূর্বক পানি নেওয়া বন্ধ করে দিলে সন্ধ্যায় ইফতারের জন্য তার মাতা বৃদ্ধা মুর্শিদা খাতুন টিউবওয়েলে পানি আনতে গেলে উক্ত ব্যক্তিগণ উত্তেজিত হয়ে বৃদ্ধা মুুর্শিদা খাতুনকে বেধড়ক পিটয়ে রক্তাক্ত জখম করে। এসময় মাতা মুর্শিদা খাতুনকে রক্ষার জন্য তার পুত্র মেরাজ মিয়া এগিয়ে আসলে তাহারা মেরাজ মিয়াকেও বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। জখমীগণ চুনারুঘাট হাসপাতালে চিকিৎসার জন্য আসলে তার ভাই শাহীন মিয়া ও তার সহযোগিরা মেরাজ মিয়ার বসতঘরের দরজা-জানালা ভাংচুর করে ক্ষতিসাধন করে পালিয়ে যায়। এ ঘটনায় মেরাজ মিয়ার মাতা মুর্শিদা খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান অভিযোগ দায়েরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।