লোকালয় ২৪

চুনারুঘাটে জিপিএ-৫ নিয়ে হতাশা

চুনারুঘাটে জিপিএ-৫ নিয়ে হতাশা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ৪০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭৬.৭৯%। এনিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

চলতি এসএসসি পরীক্ষায় উপজেলার ২৬টি উচ্চ বিদ্যালয় থেকে ৩ হাজার ২শ ১৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২ হাজার ৪শ ৩৬ জন।

উপজেলা অগ্রণী উচ্চ বিদ্যালয় থেকে সবেচেয় বেশি ১২ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ঐহিহ্যবাহি রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাত্র ১ জন জিপিএ-৫ পেয়েছে। একই ভাবে উপজেলার সদরের ডিসিপি হাই স্কুল থেকে মাত্র জিপিএ-৫ পেয়েছে ১০ জন । পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র ২ জন। গত বছরও উপজেলয়া জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৪৫ জন। প্রতি বছর জিপিএ-৫ পাওয়া সংখ্যা কমছে।

উপজেলায় শতভাগ পাস বিদ্যালয় না থাকলেও তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় থেকে সবাই পাস করেছে, তবে একজন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এছাড়া কাচুয়া বহুমূখি উচ্চ বিদ্যালয় থেকে ৯৯.১৭ শতাংশ পাস করেছে।

এদিকে উপজেলার ১৭টি মাদ্রাসার অবস্থা আরও খারাপ। মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫জন। উপজেলায় মাদ্রাসা থেকে ৮শ ২০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬শ ৭৩ জন। পাসের হার ৮২.৪৪%। তার মধ্যে আদমপুর মাদ্রাসা থেকে দুটি জিপিএ-৫ পেয়েছে।