চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালন উপলক্ষে ব্র্যাক ওয়াস ও উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা অনুষ্ঠি হয়েছে।
মঙ্গলার সকালে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রাঙ্গনে হাতধোয়া কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল হক, কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, ব্র্যাক ওয়াস’র জেলা ম্যানেজার সুলতানা আক্তার, উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াসের ধীরেশ চক্রবর্তী,প্রধান শিক্ষক আমিনুল হক প্রমুখ।
Leave a Reply