ক্রাইম ডেস্কঃ চুনারুঘাটে ২৫ কেজি গাঁজা ভর্তি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসীয়কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সুনামগঞ্জ জেলার সদর থানার ওয়াজগালী গ্রামের মৃত নুর আলীর ছেলে ফয়জুল হক(৩৫) একই গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে আলামীন (৩৫) ও ষোলঘর গ্রামের রজব আলীর ছেলে রিকন মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এসআই কাশী শমা,এস আই সুমুনুর রহমান, এএসআই শরীফ হোসেন, এএসআই কামাল, এএসআই রাসেল অভিযান চালিয়ে গাঁজা বহনকৃত প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক ০৩-৯৯২৫) দুই বস্তা গাঁজা নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিল। এ সময় তাদের গাড়ী তল্লাশী করে দুই বস্তায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করে তাদের থানায় নিয়ে আসা হয়।
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।