লোকালয় ২৪

চুনারুঘাটে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২৪

Exif_JPEG_420

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় পৌর এলাকার রাইছমিল নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা ডাইভারসহ তিন যাত্রী আহত হয়েছেন।

আহত তিন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী হলেন- বাহুবল উপজেলার মিরপুর রাওদগাঁও গ্রামের ইছাক মিয়ার ছেলে মাসুক মিয়া (৫০), চুনারুঘাটের ৭ নম্বর উবাহাটা ইউপির রামশ্রী কুটিরগাঁও গ্রামের সৈয়দ রূদকের ছেলে সৈয়দ মহসিন (৪৫) ও সিলেটের বালুচর এলাকার আমির আহমেদের ছেলে মামুনুর রশীদ (৩২)।

অপরদিকে বিকাল ৫ টায় উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির চাকলা পুঞ্জি চা বাগানের কাজ থেকে ফেরার পথে জাম টিলা ট্রানিংয়ের সামনে বাগানের বহনকৃত ট্রাককে ধাক্কা দেয় অপরদিক থেকে আসা একটি ট্রাক। তখন উল্টে যায় শ্রমিকদের বহনকৃত ট্রাক। এ ঘটনায় ২১ জন চা শ্রমিক আহত হন।

আহতরা হলেন- চাকলা পুঞ্জি চা বাগানের ট্রাক ডাইভার অতুল মাল (৫৫), লস্করপুর চা বাগানের বৈশাখী মুন্ডা (৩০), আরতি মুন্ডা (৩৫), জোছনা ভৌমিক (৩৬), সোনালী মাল(২৫), স্বপ্না মাল (৪০), সান্ত্বনা মুন্ডা (২০), শ্যামলী কর্মকার (১৮), তুফানী মুন্ডা (২৫), রঞ্জু সাঁওতাল (৪০), সরস্বতী শুদ্ধসবর(৫০), সুকুরমনি মুন্ডা (৩৫), সুমিত্রা শুদ্ধসবর (৪০), বেগমখান চা বাগানের মনি বাউরী (৪০), বাসানী কোরাসী (৪৫) ময়না বাঁকতী (৩৫), মধুমালা বাঁকতী (৩০), রিপা মোদি (১৮), রত্না মোদি (৩০), খোকমনি দেবমাঝি (৩৫), জোয়ালভাঙ্গা চা বাগানের সুমিত্রা কর্মকার (৫০)।

সিএনজি চালিত অটোরিকশা যাত্রী সৈয়দ মহসিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং চা শ্রমিক বৈশাখী মুন্ডা, ট্রাক চালক অতুল মালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যরা চুনারুঘাট হাসপাতালে ভর্তি আছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।