এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে ইউনিসেফের সহযোগীতায় সুন্দরপুর কমিউনিটি ক্লিনিক ও শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ সহ যৌথ পরিদর্শন। আজ (২৫ অক্টোবর) সকাল ১১টায় তারা ঐ শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শফিউল আলম, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, জেলা ইউনিসেফের কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ইউনিসেফের কো-অর্ডিনেটর মোঃ মাহমুদুল আলম চৌধুরী, আহম্মদাবাদ ইউনিয়ন ইউনিসেফের কো-অর্ডিনেটর মনি রাণী দেব প্রমূখ। যৌথ পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ সহ অন্যান্য কর্মকর্তারা, ইউনিসেফের সহযোগীতায় ‘ডাটাবেজ ও ফলোআপ প্রোফাইল পাইলটিং প্রকল্প পর্যবেক্ষন করেন। পর্যবেক্ষনে দেখা যায়, প্রধান শিক্ষক কর্তৃক মনোনিত আইটি টিচার নাসিমা আক্তার ১২জন শিক্ষার্থীকে মোবাইলে ফলোআপ করেন। এর মধ্যে ৪জন শিক্ষার্থী মোবাইলে খবর পেয়ে স্কুলে উপস্থিত হয়। ৫জন শিক্ষার্থী বেড়াতে যায় বলে অভিভাবক অবহিত করেন এবং বাকী ৩জন শিক্ষার্থী অসুস্থ থাকায় স্কুলে উপস্থিত হতে পারেনি। প্রকল্পের পাইলটিং পর্যবেক্ষন করে জেলা প্রশাসক মহোদয় সন্তুষ প্রকাশ করেন এবং অন্যান্য স্কুলে কার্যক্রমটি চালু করার জন্য ইউনিসেফের সহযোগীতা কামনা করেন। পরে চেয়ারম্যান অত্র ইউনিয়নের সুন্দরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নিয়ে যান। পরিদর্শনে সি.এইচ.সি.পি তাদের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন এবং শিশুদের জন্য পানীয় জলের সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষনিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।