মাসুম তরফদার, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে চুনারুঘাট পৌর শহরে রোববার সকাল ৯টায় এক র্যালী বের হয়।
র্যালী শেষে উপজেলা সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চুনারুঘাট হবিগঞ্জের উদ্যোগে রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রমিজ উদ্দিন, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পল্লব পাল, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন সিদ্দিকী, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম, প্রধান শিক্ষক আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আইয়ূব আলী, শারমিন জাহান, সাংবাদিক মোস্তাক আহমদ তরফদার মাসুম, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে চুনারুঘাটের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।