বার্তা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আকল মিয়া হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের রিমান্ড স্থগিত করেছেন আদালত।
সোমবার (২ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌহিদুল ইসলাম রুবেলের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
পরে আসামিপক্ষ এই আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন করার জন্য সেই আদেশ স্থগিত রাখার আবেদন করলে বিজ্ঞ বিচারক তা ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু সাংবাদিকদের রিমান্ড স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply