মোঃ হারুনুর রশিদ চৌধুরী: চুনারুঘাটে অবাধে চলছে ট্যাম্প বিক্রি। অবৈধভাবে লাইন্সেস ছাড়াই একদল অসাধু ব্যবসায়ী এসব ট্যাম্প বিক্রি করছেন। এ ব্যাপারে প্রশাসনের নিকট বার বার অভিযোগ দিলেও এর কোন প্রতিকার মিলছে না। এতে করে বৈধ ও লাইসেন্সদারী ব্যবসায়ীরা পরছেন বিপাকে। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের নিকট হইতে ষ্ট্যাম্প বিক্রির লাইসেন্স প্রাপ্ত হারুন ষ্ট্যাম্প ভেন্ডার চুনারুঘাট উপজেলার সাবরেজিষ্ট্রারী অফিসের সামনে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ থানা রোডে পুলিশ কল্যান সুপার মার্কেটের ব্যবসায়ী কম্পিউটার জোনের প্রোপ্রাইটর দিপঙ্ককর দেব নাথ টিটু, বাঁধন এন্টার প্রাইজ প্রোপ্রাইটর শুব্র্রত সহ অনেইে লাইসেন্স বিহীন অবৈধভাবে অধিক মূলে ষ্ট্যাম্প বিক্রি করে আসছে। এতে বৈধ লাইন্সেসদারী ব্যবসায়ীরা সরকারের রাজস্ব জমা দিয়ে ষ্ট্যাম্প বিক্রি করলেও অবৈধ ষ্ট্যাম্প বিক্রেতার কারণে বৈধ ব্যবসারীরা রয়েছেন লোকসানে। এদিকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ষ্ট্যাম্প বিক্রি করায় সরকার হারাচ্ছে লাখ টাকা রাজস্ব আদায়। এতে স্থানীয় জনসাধারন উপায়ন্তর না পাইয়া অবৈধ ব্যবসায়ীদের নিকট হইতে অধিক মূল্যে ষ্ট্যাম্প ক্রয় করিতে বাধ্য হতে হয়। ভোক্তভোগী বৈধ ব্যবসারীরা এ থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।