লোকালয় ২৪

চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপুল পরিমান আতসবাজি আটক

আব্দুর রাজ্জাক রাজুঃ হবিগঞ্জ চুনারুঘাটের বাল্লা সীমান্তে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় আতসবাজি আটক করেছে বিজিবি।

(৮ আগষ্ট)শনিবার ভোরে বাল্লা সীমান্তের ১৯৬৪ মেইন পিলারের ১৪ এস এর পার্শে খোয়াই নদী থেকে আটক করেন।

বাল্লা বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ূব আলী জানান,গোপন সংবাদে জানতে পারেন ভোরে চোরা-কারকারিরা ভারতীয় আতসবাজি নিয়ে যাচ্ছে। পরে টহল নিয়ে খোয়াই নদীতে ধাওয়া করলে আতসবাজি গুলো রেখে চোরা-কারকারিরা পালিয়ে যায়।

আটক ১৭ বস্তা আতসবাজির মুল্য ৫ লক্ষ ৫৬ হাজার টাকা।