সংবাদ শিরোনাম :
চুনারুঘাটের ফায়ার সার্ভিস ভবন উদ্বোধন হতে আর কত দেরী

চুনারুঘাটের ফায়ার সার্ভিস ভবন উদ্বোধন হতে আর কত দেরী

মোঃতোফাজ্জল মিয়া: হবিগঞ্জ চুনারুঘাট সরকারি কলেজ রোড সংলগ্ন নির্মাণাধীন ফায়ার সার্ভিস ভবনের কাজ শেষ হয়ে কয়েক মাস পেরিয়ে গেলও উদ্বোধন হওয়া নিয়ে এখনো নেই কোনো সাড়া।নিরবে নিস্তব্ধে দাঁড়িয়ে আছে ভবনখানি।পথচারীদের কাছে এটা যেন কেবলই সৌন্দর্যের প্রতিক।

সিভিল ডিপেন্স স্টেশন প্রকল্প এর আওতায় ২৪সেপ্টেম্বর ২০১৮ সালে ২কোটি ৭০লাখ ৯২৩টাকা প্রস্তাবিত মূল্যে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়, যার আয়তন ৭৫০৮ স্কয়ার পিট।সর্বশেষ নির্মাণ কাজ শেষ হতে যার ব্যয় দেখানো হয় ৩কোটি ২২লাখ ১হাজার ৩৩টাকা।প্রকল্প নং ১৭৬।কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কার্যক্রম শুরু হয়নি।অপেক্ষার প্রহর গুনছেন চুনারুঘাটের জনসাধারণ।

গত কয়েকমাসে চুনারুঘাটে সংগঠিত ভয়াবহ কিছু অগ্নিকান্ডে বেশ ক্ষয়ক্ষতির সম্মূখীন হয়েছেন ব্যবসায়ীরা।২০মার্চ ২১,মঙ্গলবার চুনারুঘাট ক্রস রোডে ব্যবসায়ী সাধু মিয়ার ফার্ণিচারের দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যার ক্ষয়ক্ষতি প্রায় ১০লক্ষ টাকার ফার্ণিচার আগুনে বিনষ্ট হয়।উল্লেখ্য যে আগুন লেগেছিল বিকাল ৩:০০ ঘটিকায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস(প্রকল্প৭৬) কে ফোন দেওয়ায় তারা ৪:১৫ মিনিটে ঘটনা স্থলে অবস্থান নেয়।

১এপ্রিল’ বৃহস্পতিবার ২১,চুনারুঘাট নতুন বাজারে তরফদার মার্কেটে আগুন লেগে ৫টি দোকান পুড়ে এতে বেশি ক্ষয়ক্ষতির সম্মূখীন হোন জনতা বেডিং এর মালিক মশ্বব উল্লাহ তার ৫লক্ষ টাকার সংরক্ষিত তুলা পুড়ে যায়।

৭এপ্রিল’বুধবার২১, চুনারুঘাটের পানছড়িতে আগুন লেগে আশ্রয়নের ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।এতে গৃহহীন হয়ে পড়েন অনেক মানুষ।

অচিরেই চুনারুঘাটের ফায়ার সার্ভিস ভবন চালু হলে আগুন জনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।চুনারুঘাটে ধীরে ধীরে বাড়ছে নতুন বিল্ডিং ও ব্যবসায়ের প্রসার বৃদ্ধি পাচ্ছে এবং বিদ্যূতের খুটিঁতে ঝুলে আছে অশৃঙ্খল তার যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূর্ঘটনা ।চুনারুঘাটের জনসাধারণের দাবী অচিরেই যেন ফায়ার সার্ভিস ভবনের কার্যক্রম চলমান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com