লোকালয় ২৪

চীন থেকে ভারতে যাচ্ছে অ্যাপল

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনার তাণ্ডবে আতঙ্কিত বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানও অ্যাপল।

এক্ষেত্রে তাদের নতুন গন্তব্য হতে পারে ভারত। এই বিষয়ে অ্যাপলের সিনিয়র এক্সিকিউটিভ ও ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে গত কয়েকদিন আলোচনা হয়েছে। টেক জায়ান্ট অ্যাপল তাদের এক-পঞ্চমাংশ উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নেয়ার পরিকল্পনা করেছে।

জানা গেছে, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে তাদের স্থানীয় উৎপাদন বাড়িয়ে আয় বাড়াতে চাইছে। তাদের লক্ষ্য, আগামী পাঁচ বছরে এই আয় ৪০ বিলিয়ন ডলার করতে হবে। এ কারণে চীনের বাইরে বিকল্প উৎপাদনের স্থান খুঁজছে তারা।

সম্প্রতি জাপান ঘোষণা দিয়েছে, যেসব প্রতিষ্ঠান চীন ছেড়ে যাবে তাদের ২.২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেবে দেশটি। এশিয়ার আরো কয়েকটি দেশ একই ধরনের প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে এসব বিনিয়োগ নিজেরদের করে নিতে বিশাল কর ছাড়সহ জমি বরাদ্দ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ-পানি সরবরাহ, এমনকি মূলধন জোগাড় করে দেয়ারও প্রস্তাব দিয়েছে ভারত।