লোকালয় ২৪

চীনে শক্তিশালী হারিকেন থামিয়ে দিল চারটি যাত্রীবাহী ট্রেন !

চীনে শক্তিশালী হারিকেন থামিয়ে দিল চারটি যাত্রীবাহী ট্রেন !

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী হারিকেনের কারণে বাধ্য হয়ে যাত্রীবাহী চারটি ট্রেন স্টেশনে থামানো হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী এসব ট্রেন তুর্পান নগরী ও এর তুকসিন কাউন্টির বিভিন্ন স্টেশন হয়ে গন্তব্যে যাওয়ার সময় শক্তিশালী হারিকেনের কারণে আশ্রয় চায়। এসময় ওই এলাকায় প্রতি সেকেন্ডে বাতাসের গতিবেগ ছিল ৩২ মিটারের বেশী।

কর্তৃপক্ষ এসব ট্রেনে আটকা পড়া যাত্রীদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহে জরুরি পদক্ষেপ নেয়।