সংবাদ শিরোনাম :
চীনে করোনা রোগীদের ভবন ধস, নিহত ৪

চীনে করোনা রোগীদের ভবন ধস, নিহত ৪

lokaloy24.com

চীনে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কুয়ানঝো শহরে একটি পাঁচতলা হোটেল ধসের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হয়েছেন ৪৯ জন। ধসে পড়া ভবনটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সঙ্গরোধ করে রাখা হয়েছিল। চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে রবিবার এমনটি বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধসে পড়া হোটেলটিতে প্রায় ১৮ জন আটকা পড়ে আছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনো চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া হোটেলটিতে উদ্ধার কাজ চালাচ্ছে প্রায় এক হাজার দমকমল বাহিনীর সদস্য। ধসে পড়া হোটেলটি ২০১৮ সালে নির্মিত হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কুয়ানঝো শহরে পাঁচতলা হোটেলটি ধসে পড়ে। ওই হোটেলে কমপক্ষে ৭০ জন করোনা আক্রান্ত রোগীকে সঙ্গরোধ বা কোয়েরান্টাইন করে রাখা হয়েছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com