আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র কারবারি হয়ে উঠছে চীন। গত ৫ বছরে ৫৩টি দেশে অস্ত্র রপ্তানি করছে তারা। ৫ বছরে মাত্র ১৩টি দেশে ১৫৩টি ড্রোন রফতানি করেছে চীন।
অন্যদিকে বিশ্বের বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ আমেরিকা ২০০৯ থেকে গত ১০ বছরে শুধু ব্রিটেনের কাছে ৫টি ড্রোন বিক্রি করেছে।
মার্কিন অস্ত্রের শীর্ষ তিন আমদানিকারক দেশ হচ্ছে সৌদি আরব, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিররাত। সিপরির অস্ত্র হস্তান্তর ও সামরিক ব্যয় কর্মসূচির গবেষক ন্যান তিয়ান বলেন, চীনা সামরিক প্রযুক্তির কারণেই অস্ত্র রফতানি বৃদ্ধি মন্থর হয়েছে। দেশটি এখন নিজস্ব অস্ত্র উদ্ভাবনে জোর দিচ্ছে। ২০১৪-১৮ সালের মধ্যে আগের ৫ বছরের চেয়ে চীনা অস্ত্র রফতানির পরিমাণ বেড়েছে তুলনামূলক কম, মাত্র ২.৭ ভাগ।
অন্যদিকে, একই সময়ে আমেরিকার অস্ত্র রফতানি বেড়েছে ২৯ ভাগ। ন্যান বলেন, আগে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের মতো দেশগুলোর উপর নির্ভরশীল ছিল চীনা অস্ত্র শিল্প। এখন তারা নিজস্ব প্রযুক্তির দিকে ঝুঁকছে। সশস্ত্র ঘাতক ড্রোন হলো চীনা অস্ত্র উৎপাদনকারীদের তৈরি অন্যতম প্রযুক্তিগত সাফল্য। অস্ত্র রফতানি হ্রাস পাওয়ায় চীনা সামরিক ব্যয়ের বৃদ্ধিও হচ্ছে অনেক কম গতিতে।
বেইজিং জানিয়েছে, ২০১৯ সালে তাদের প্রতিরক্ষা বাজেট আরও বাড়ানো হবে। চীনা অস্ত্রের মধ্যে ৭০ ভাগ যাচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে। আর ৬.১ ভাগ যাচ্ছে আরব দুনিয়ায়।
Leave a Reply