ইন্টারকন্টিনেন্টাল ফিউচারস এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। গত চার দিন ধরেই খাদ্যপণ্যটির দর পড়তির দিকে ছিল। অবশেষে শুক্রবার (১৯ আগস্ট) দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, আইসিই’তে অক্টোবরে চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ১৭ দশমিক ৮১ সেন্টে। তবে গত সোমবারের চেয়ে এখনও কম রয়েছে। ওই দিন প্রতি পাউন্ডের দর ছিল ১৮ দশমিক ৭০ সেন্ট।
ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে চলতি সপ্তাহের শুরু থেকে চিনির দাম নিম্নমুখী ছিল। তবে এ বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। ২০২২/২৩ মৌসুমে বৈশ্বিক উদ্বৃত্ত প্রত্যাশা করা হচ্ছে।
অক্টোবরে সাদা চিনির ভবিষ্যত সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি টন বিক্রি হচ্ছে ৫৪২ ডলার ৩০ সেন্টে।
Leave a Reply