লোকালয় ২৪

চালু হচ্ছে ফোর-জি ও থ্রি-জি সেবা

নিজস্ব প্রতিবেদক : পুরো একদিন সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ থাকার পর রোববার রাত নয়টায় আবারও এই সেবাগুলো চালু হয়েছে। এর আগে গতকাল রাতে সারাদেশে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। তবে ইন্টারনেট বন্ধ করার সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি ত্রুটি থাকায় ২৪ ঘণ্টা ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ ছিলো।

তবে মোবাইল ফোন অপারেটরগুলো জানায়, ‘উপরের’ নির্দেশে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করেছে তারা। ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধ হলেও টু-জি ইন্টারনেট সেবা চালু ছিলো।

এ প্রসঙ্গে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানান, সারাদেশে নয়, কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।

উল্লেখ্য, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি দেশের অনেক জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ বা খুব ধীরগতির ছিলো।