লোকালয় ২৪

চাঁদের কক্ষপথে প্রবেশ করে প্রথম ছবি পাঠালো ’চন্দ্রযান-২ ’

চাঁদের কক্ষপথে প্রবেশ করে প্রথম ছবি পাঠালো ’চন্দ্রযান-২ ’

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের মাটি থেকে দুইহাজার কিলোমিটার দুরে রয়েছে চন্দ্রযান ২৷ এই পথ পাড়ি দিলেই সফলভাবে পা রাখবে চাঁদের মাটিতে৷ তবে তার আগেই চাঁদের পরিষ্কার ছবি পাঠাল চন্দ্রাযান ২৷ এই স্পেসক্রাফটের ল্যাণ্ডার বিক্রমের মাধ্যমে ছবিটি তোলা হয়েছে৷

বৃহস্পতিবার সেই ছবি ট্যুইট করল  ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ।

২১শে অগাষ্ট এই ছবিটি তোলে চন্দ্রায়ন ২৷ ২৬৫০ কিমি দূর থেকে এই ছবি তোলে চন্দ্রযান ২ বলে জানিয়েছে ইসরো৷ এই মুহূর্তে চাঁদের কক্ষপথে ১১৮ কিমিX ৪৪১২ কিমি দূরত্বে রয়েছে চন্দ্রযান ২৷ ২০শে অগাষ্ট চাঁদের কক্ষপথে পা রেখেছে এই স্পেসক্রাফট৷

ইসরো জানায়, মঙ্গলবারের পর মোট চারবার চাঁদের কক্ষপথে পাক খাবে এই চন্দ্রযান ২৷ ১০০ কিমি পথ পেরিয়ে তারপর চাঁদের মাটি ছোঁওয়ার কথা স্পেসক্রাফটির৷ ২ সেপ্টেম্বর বিক্রম ল্যাণ্ডার অরবিটার থেকে আলাদা হবে৷ আগামী দু সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া৷ ২ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখার কাজ শুরু করবে চন্দ্রযান ২৷

সেপ্টেম্বরের সাত তারিখ চাঁদের দক্ষিণ মেরু ছোঁওয়ার কথা বিক্রমের৷ ১৫ মিনিটের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ইসরো৷ যদি এই মিশন সফল হয়, তবে দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণের ক্ষেত্রে প্রথম দেশ হবে ভারত৷

বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এই অংশটিতে যে পাথর রয়েছে তা প্রায় ৪বিলিয়ন বছরের পুরোনো৷ বিজ্ঞানীরা মনে করছেন, এখানেই ছিল এক বিশালকার সমুদ্র৷ সেই সমুদ্রের তরল পাথর জমাট বেঁধে চাঁদের মাটিতে এই পাথর জমেছে৷

ইতিমধ্যে বেশ কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রাযান ২৷ মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবিই প্রকাশ করা হয়েছে। ট্যুইট করে সেই ছবিগুলি প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI4 ক্যামেরা থেকে তোলা হয়েছে সেই ছবি। একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি।