লোকালয় ডেস্কঃ চাঁদপুরে আরো সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ২৯ জন হলো। এর মধ্যে মারা গেছেন চারজন।
জেলা করোনা ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে ২৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে নয়জনের করোনা পজিটিভ আসে। তবে এর মধ্যে দুইজন আগের আক্রান্ত।
তিনি আরো জানান, শুক্রবার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যাওয়া নারীর রিপোর্টও ওই সাতজনের মধ্যে রয়েছে। নতুন আক্রান্ত অন্যদের মধ্যে স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন।