লোকালয় ২৪

চলছে দ্বিতীয় ডোজ, একদিনে টিকা নিলেন ২৮ লাখ মানুষ

http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:সারাদেশে এক যোগে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ প্রয়োগের দ্বিতীয় দিন চলছে। ক্যাম্পেইনের প্রথম দিনে প্রায় ২৮ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখের বেশি মানুষকে নিয়মিত টিকার অংশ হিসেবে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।

গত ৭ আগস্টে শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সে অনুযায়ী এবার প্রথম দিনে লাখের বেশি টিকা কম দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত এক কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকা ২৮ জন।

এর আগে মঙ্গলবার সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের কেন্দ্রে একযোগে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান।