বিনোদন ডেস্কঃ ‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ খান অভিনয় করেছিলেন দিব্যা ভারতীর সঙ্গে। ওই সময় দিব্যা ভারতী ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা। ১৯৯৩ সালে এক দুর্ঘটনায় মারা যান দিব্যা ভারতী। দিব্যার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেন তাঁকে হত্যা করা হয়, আবার কেউ বলেন সেটা ছিল দুর্ঘটনা। যাঁর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল, তাঁকে ভোলেননি শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দিব্যার সঙ্গে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি। মনে আছে, দিব্যা যখন মারা যান, আমি তখন দিল্লিতে ছিলাম। খবরটা শুনে সেদিন চমকে গিয়েছিলাম। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি।’
শাহরুখ খান যে আজকের অবস্থানে পৌঁছাতে পারবেন, তা নাকি বেশ বুঝতে পেরেছিলেন দিব্যা ভারতী। শাহরুখ খান বলেন, ‘সিনেমার ডাবিং নিয়ে আমি ব্যস্ত। “বাজিগর” ছবিতে অভিনয়ের জন্য রতন জৈন এসেছেন চুক্তিপত্রে সই করাতে। তখন দিব্যা পাশেই ছিলেন। দিব্যা এসে আমাকে বললেন, তোমার মধ্যে অভিনয়ের এক অনন্য প্রতিভা রয়েছে। সেদিন বুঝতে পারিনি দিব্যা কী বলতে চেয়েছেন। আজ বেশ বুঝতে পারছি, দিব্য সেদিন কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন।’
বড় পর্দায় শুরুটা ১৯৯২ সালে হলেও শাহরুখ খানের অভিনয়ের শুরুটা হয়েছিল ১৯৮০ সালে। তখন টিভি সিরিজ ‘ফৌজি’তে অভিনয় করেন শাহরুখ।