ক্রাইম ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত নারী গ্রেপ্তার হয়েছেন, যারা যাত্রীবেশে বাসে উঠে জটলা তৈরি করে ছিনতাই চালাতেন বলে পুলিশের দাবি।
নগরী ও সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে এই সাত নারীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ শনিবার জানিয়েছে।
গ্রেপ্তার নারীরা হলেন- মোছাম্মৎ রাহেলা (৪০), আফিয়া বেগম (১৮), ফুলতারা বেগম (২২) , সাহার বানু (৫৫), সুলতানা বেগম (২৩), নাজমা বেগম (৩৫) ও মরিয়ম বেগম (২৫)।
তারা পরস্পরের স্বজন এবং তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সীতাকুণ্ডের ইমাম নগরে তারা থাকেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, নগরীর নিউ মার্কেট ও সীতাকুণ্ডের ইমাম নগর থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা একটি স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়।
তিনি জানান, বাসে এক নারী বাসযাত্রীর চেইন নেওয়ার সময় রাহেলা ধরা পড়েন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এই চক্রের অন্যদের কথা জানা যায়।
“পরে তার (রাহেলা) স্বীকারোক্তি অনুযায়ী সীতাকুণ্ডের ফকির হাট ইমাম নগর এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করে ছিনতাই করা চেইটি উদ্ধার করা হয়।”
এর আগে গত বছরের ২০ জানুয়ারি বায়েজিদ থানার অক্সিজেন বাস স্টেশন থেকে চার নারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারাও আরকে নারীর চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাদের বাড়িও ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।