চট্রগ্রাম ব্যুরো- চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহত গার্মেন্ট কর্মী মো. লতিফ (৫০) বরিশালের বাসিন্দা। অপর দু’জন হলেন-আনোয়ারা উপজেলার সুলতানা রাজিয়া (৩৫) ও লোহাগাড়ার চুনতি সাতগড় এলাকার মো. সামশুল হুদার ছেলে মো. ইরফান (২৭)।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসসহ তাদের বহনকারী তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় বলে জানান সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম।