লোকালয় ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর লালদীঘি পাড়ে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ১১টার দিকে কার্যালয়ের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সরওয়ার জাহান। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩টি গাড়ি চেষ্টা চালিয়ে ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম জানান, ডিবি কার্যালয়ের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর দেয়া হলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর: ইউএনবি।