লোকালয় ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় চলন্ত সিএনজিতে চম্পাকে ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি সাজ্জাদ হোসাইন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
সোমবার রাতে চকরিয়ারর মরংঘোনায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ পেকুয়া উপজেলার শেখেরকিল্লা ঘোনা এলাকার আবুল হোসেন পুতুর ছেলে।
চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, সাজ্জাদকে আটক করে পেকুয়া থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। ওই রাতে সাজ্জাদ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সন্ধান দেবে বলে পুলিশকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরই তার সহযোগীরা পুলিশের দিকে গুলি করে। ওই সময় পুলিশও পাল্টা গুলি করলে হামলাকারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে সাজ্জাদের মরদেহ উদ্ধার করা হয়।
৬ মে চলন্ত সিএনজিতে চম্পাকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ চকরিয়ার মরংঘোনা এলাকার আঞ্চলিক মহাসড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা। পরে সিএনজিচালক জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে সোমবার সকালে আটক করা সাজ্জাদের চাচাতো ভাই নেজাম উদ্দিন ও আবদুর রহিমকে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করে।