কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ঘুষ নেওয়ার সময় একজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি দল।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি দল হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে আটক করে ভূমি অফিসের একটি কক্ষে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. কামরুল আহসান বলেন, ‘সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘুষ নেওয়ার সময় গিয়াস উদ্দিনকে আটক করে। এর বেশি তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।’
তিনি জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।