লোকালয় ২৪

ঘনকুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরী চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ১০ফেরী

ঘনকুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরী চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ১০ফেরী

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে আজ শনিবার ভোর রাত ৫টা থেকে সকল প্রকার ফেরী চলাচল বন্ধ রয়েছে। এতে শিমুলিয়া ঘাট এলাকায় ২শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ট্রাককের সংখ্যাই বেশি।

মাওয়া বিআইডব্লিউটিসির মেরিন,সাফায়েদ আহমেদ ও কাফি জানান, কুয়াশার কারণে আজ ভোর রাত ৫ টা থেকে পদ্মা নদীতে ফেরীর মাষ্টাররা  ৫ফোট অদুরে দিক মার্ক সিগন্যাল না দেখার কারনে দূর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ ফেরী চলাচল বন্ধ রাখেন। এ রিপোর্টলেখা পর্যন্ত সকাল সাড়ে ৮ টায় ঘাটে সকল ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। ফোল লোড অবস্থায় পল্টুনে ভেরানো আরো ২টি এবং মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে ১০টি ফেরী। ফেরীসহ মোট ১৪টি ফেরী বন্ধ।

তিনি আরও বলেন, এর আগে এনৌরুটে ১৪টি ফেরী দিয়ে পারাপার হচ্ছিল। এদিকে আজ ফেরী গুলো বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ রয়েছে। আশা করছি দুপুর নাগাদ ফেরী চালু করা হবে ও গাড়ীর  চাপও  কমতে থাকবে।