গ্লাভস ব্যবহার করছেন, এসব বিষয় মানছেন তো?

গ্লাভস ব্যবহার করছেন, এসব বিষয় মানছেন তো?

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাস অনেক আগেই মহামারি আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে হলে ঘর থেকে বাইরে বের হওয়া মানা। সবাই তা মানছেও! তবে দুশ্চিন্তা হলো বাজার করতে যাওয়া নিয়ে।

এখনো দেশের কাঁচাবাজারগুলোতে প্রতিনিয়ত জনসমাগম হচ্ছে। যা করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়াচ্ছে। আবার বাজারে যাওয়া একেবারে বন্ধ করাও সম্ভব নয়! এই অবস্থায় অনেকেই মাস্কের পাশাপাশি গ্লাভস ব্যবহার করছেন।

তবে কতটুকু সুরক্ষা দিচ্ছে হাতের গ্লাভস জোড়া, তা কি আমাদের জানা আছে? সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে তো? গ্লাভস থেকেই ভাইরাস ছড়াচ্ছে না তো? এমন অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার তবে জেনে নিন গ্লাভস ব্যবহার করলে যেসব বিষয় মানতে হবে-

> হাতের মতো গ্লাভসেও ভাইরাস লেগে থাকতে পারে। গ্লাভস পরে কোনো সংক্রমিত স্থান স্পর্শ করলেও তাতে ভাইরাস লেগে যাবে। তারপর একই গ্লাভস অন্য যেসব স্থান স্পর্শ করা হবে, সেখানেও ভাইরাস পৌঁছে যাবে। কারণ ত্বকে করোনাভাইরাস যতটুকু লেগে থাকতে পারে রাবার কিংবা ‘ল্যাটেক্স’ দিয়ে তৈরি গ্লাভসে তার থেকেও ভালো লেগে থাকতে পারে!

> গ্লাভস ব্যবহার করলেই যে সুরক্ষিত থাকবেন বিষয়টি ভুল। সেই সঙ্গে অনেকেই ভেবে থাকেন গ্লাভস তো পড়েই আছি হাত ধুতে হবে কেন! এক্ষেত্রে ভাইরাস আরো ছড়িয়ে পড়ে। অথচ খালি হাতে কাজ করলে আপনি কয়েকবার হাত পরিষ্কার করতেন।

> সঠিক উপায়ে গ্লাভস খোলাটাও জরুরি। অন্যথায় অজান্তেই শরীরে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। ব্যবহৃত গ্লাভস খোলার সময় হাতের কব্জির কাছ থেকে চিমটি দিয়ে ধরে তা টেনে খুলতে হবে। যাতে খোলার সময়ই তা উল্টে যায় অর্থাৎ ভেতরের দিকটা যেন বাইরে চলে আসে।

এবার গ্লাভস পরা হাতে খোলা গ্লাভসটি ধরে খালি হাত দিয়ে একইভাবে অপর গ্লাভসটি খুলতে হবে। আর তা দিয়ে আগের খোলা গ্লাভসটি দিয়ে ঢেকে বল পাকিয়ে ডাস্টবিনে ফেলতে হবে।

> গ্লাভস খোলার পর অবশ্যই বাড়তি যত্ন সহকারে হাত সাবান দিয়ে ধুতে হবে। বাজার করতে খালি হাতেও যাওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে ঘরে ফিরে হাত না ধোয়া পর্যন্ত চেহারায় হাত দেয়া যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com