লোকালয় ২৪

গ্রিজম্যানকে বার্সায় ‘স্বাগতম’ জানালেন সুয়ারেজ

গ্রিজম্যানকে বার্সায় ‘স্বাগতম’ জানালেন সুয়ারেজ

খেলাধুলা ডেস্কঃ বার্সেলোনা যে তাঁকে কেনার চেষ্টা করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাটলেটিকো মাদ্রিদে তাঁর ‘রিলিজ ক্লজ’ ১০ কোটি ইউরো দিতে রাজি বার্সা। সবকিছু ঠিক থাকলে হয়তো মৌসুম শেষে তাঁকে দেখা যেতে পারে ন্যু-ক্যাম্পে। কিন্তু কোনো কিছুই এখনো পাকা হয়নি। আঁতোয়ান গ্রিজম্যান এখনো অ্যাটলেটিকোর, যদিও লুই সুয়ারেজ তাঁকে বার্সায় দেখছেন!

উরুগুয়ের রেডি স্টেশন ‘রেডিও রিনকন’কে সুয়ারেজ বলেছেন, ‘কুতিনহো, ডেমবেলে, আঁতোয়ানের মতো যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়দের এনে ক্লাব গর্ববোধ করে। তাঁরা অনেক উঁচুমানের খেলোয়াড়। সে (গ্রিজম্যান) তো অনেক বছর ধরেই সর্বোচ্চ স্তরে খেলছে। অ্যাটলেটিকোর আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছে। এখানে (বার্সা) এটাই গুরুত্বপূর্ণ। তাঁকে (বার্সায়) স্বাগতম। এখানে সে কারও জায়গা দখল করতে আসছে না, বরং দুনিয়ার সেরা ক্লাবের হয়ে বড় সাফল্য পেতে চায়।’

অর্থাৎ, সুয়ারেজ এমন কিছু জানেন যে কারণে তিনি নিশ্চিত যে মৌসুম শেষে গ্রিজম্যান বার্সায় পা রাখছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, গ্রিজম্যানের সঙ্গে ৫ বছরের চুক্তি করতে পারে বার্সা। কাতালান ক্লাবটিতে ফরাসি এ ফরোয়ার্ড অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হবেন। কিন্তু কিছুই এখনো পাকা হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এর আগে আরও জানিয়েছে, অ্যাটলেটিকো গ্রিজম্যানকে ধরে রাখার চেষ্টা করছে। কিছুদিন আগে তাঁর অ্যাটলেটিকো সতীর্থ ডিয়েগো গোডিন বলেছিলেন, গ্রিজম্যানের ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়। তাহলে সুয়ারেজ নিশ্চিত হলেন কীভাবে!