লোকালয় ২৪

গ্রামীণ জনগোষ্টীর সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার সহায়তা করবে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ত্রৈমাসিক পারফরমেন্স পর্যালোচনা সভায় উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার সফিউল আলম বলেন, বাংলাদেশ এমডিজি অর্জন করেছে, এখন এসডিজি অর্জনের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সরকারী বেসরকারী ও দাতা সংস্থার সমন্বয়ে এই এসডিজি অর্জনে কাজ করতে হবে। বিশেষত গ্রামীণ জনগোষ্টীকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে প্রয়োজন সঠিক ও সমন্বিত বাস্তাবায়ন।

তিনি আরো বলেন, যেসকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানকারীর পদ শুন্য, সেসকল কেন্দ্রের জন্য স্থানীয় সরকারের সহায়তায় খন্ডকালীন কর্মী নিয়োগের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ হতে সর্বাতœক সহায়তা প্রদান করা হবে।

গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক সদর হাসাপাতাল কনফারেন্স রুমে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ত্রৈমাসিক পারফরমেন্স পর্যালোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা
বলেন। ইউএসএআইডি এর অর্থায়নে মামনি এইচএসএস প্রকল্পের সহায়তায় সভাপতিত্ত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সত্যজিৎ কুমার সাহা, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মীর সাজেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাস, এমওএমসিএইচ ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, সেভ দা চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার ড. বিভাকর রায়, ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলাম, জেলা সমন্বয়কারী এফআইভিডিবি নাজমা বেগম প্রমুখ। পরিচালনা করেন সেভ দা চিলড্রেন এর ম্যানেজার বিসিসি সৈয়দা জামিলা সিদ্দিকা।