সংবাদ শিরোনাম :
গ্রামবাসী অজগরের বাচ্চা পিটিয়ে মারল

গ্রামবাসী অজগরের বাচ্চা পিটিয়ে মারল

গ্রামবাসী অজগরের বাচ্চা পিটিয়ে মারল
গ্রামবাসী অজগরের বাচ্চা পিটিয়ে মারল

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে পিটিয়ে মারা হয়।

বুধবার সকালে ফেসবুকসহ মানুষের মুখে মুখে বিষয়টি ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখতে ভিড় জমায় আশপাশের কয়েকটি গ্রামের উৎসুক মানুষ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চকউথুলী গ্রামের পাশের বিলে মাছ ধরতে যায় জুয়েল, আজমির ও জাহাঙ্গীর। জমির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় আইলের পাশে শুয়ে থাকা দেখে তারা ভয় পেয়ে যায়। পরে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সাপটিকে পিটিয়ে মারে।

মারার পর আলোতে নিয়ে দেখা যায় সাপটি অজগরের বাচ্চা। মৃত অজগরটি প্রায় ৬ ফুট লম্বা, ওজন ১৫ কেজি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী বলেন, মুলত ভয় পেয়ে মানুষ সাপটিকে মেরে ফেলেছে। পরে অজগরটিকে মাটিচাপা দেয়া হয়েছে।

অজগর সাপ পাওয়ায় এলাকার মানুষের মধ্যে ভয় কাজ করছে। কোথা থেকে কীভাবে অজগরের আগমন ঘটলো তা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুল এইচ খান বলেন, এই ধরনের সাপ মুলত পাহাড়ি অঞ্চলে বসবাস করে। পাবনায় এই সাপের সন্ধান পাওয়া বিরল ঘটনা। পাহাড়ি ঢল বা বন্যার পানিতে সাপটি ভেসে আসতে পারে।

পাবনার বন্যপ্রাণী বিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনসার্ভেসন কমিউনিটির সভাপতি এহসান আলী বিশ্বাস জানান, অজগর মূলত নির্বিষ সাপ। এরা মানুষের ক্ষতি করে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের বড় ভূমিকা রয়েছে। সচেতনতার অভাবে বেশিরভাগ মানুষ আতঙ্কিত হয়ে সাপ মেরে ফেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com