সংবাদ শিরোনাম :
‘গ্যাসের দাম বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’

‘গ্যাসের দাম বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’

‘গ্যাসের দাম বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’
‘গ্যাসের দাম বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’

ঢাকা : গ্যাসের দাম বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকার ব্র্যাক সিডিএম এ ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ইন্টারন্যাশনাল সম্মেলন অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং (২০১৯) এ যোগ দিয়ে একথা বলেন তিনি।

ড. তৌফিক ই এলাহী চৌধুরী বলেন, গ্যাসের দাম বাড়ানো নিয়ে এনার্জি রেগুলেটর আলোচনা করছে। বিভিন্ন কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ভোক্তারা তাদের মন্তব্য করছেন। সমন্বয় করাটা হলো এনার্জি রেগুলেটরের দায়িত্ব। এখনো এ বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, বাংলাদেশে গ্যাসের পরিমাণ সীমিত এজন্য কৃষি ও কলকারখানায় গ্যাস দিতে হবে। এজন্য সরকার এলএমজি গ্যাস আমদানি করছে। এলএমজি গ্যাস দেশীয় গ্যাসের দামের চেয়ে বেশি তাই দেশীয় গ্যাস ও এলএমজি গ্যাস বাজারে দিলে ভোক্তাদের জন্য যেন ব্যয় বহুল না হয়। তার জন্য সরকার আড়াই হাজার এমএম সিএফটি গ্যাস উৎপাদন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেছেন, আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে দাম নির্ধারণ না করে, সমন্বয় করে ধাপে ধাপে দাম বৃদ্ধি করতে হবে যাতে ভোক্তাদের সহনীয় হয়।

তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ বিদেশের খ্যাতনামা জ্বালানি বিশেষজ্ঞরা অংশ গ্রহণ করেন। এতে বাংলাদেশের হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছেন। সম্মেলনে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ক শিক্ষার অবকাঠামো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারসহ ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির অধ্যাপক সাইফুর রহমান, চায়নার স্টেট গ্রিড করর্পোরেশন এর ড. ইউ জুন, অস্ট্রেলিয়ার অফ ইউনিভার্সিটির অফ অধ্যাপক তপন কুমার সাহা,অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির প্রফেসর সাইদ ইসলাম, ভারতের পোসোকোর ড. সুশীল কুমার সোনি ও পাওয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসাল্টেন্ট ড.নাগারাজা রামাপ্পা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com