লোকালয় ২৪

গোলাপি হচ্ছে রাজস্থান রয়েলস

গোলাপি হচ্ছে রাজস্থান রয়েলস

খেলাধুলা ডেস্কঃ সাধারণত স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে গোলাপি পোশাকে মাঠে নামে বিভিন্ন দল। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণেই নিজেদের পুরানো নীল জার্সি ছেড়ে গোলাপি হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম দল রাজস্থান রয়েলস।

২০১৯ সালে আইপিএলের সব ম্যাচেই ‘পিঙ্ক’ জার্সি পরে মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের রাজস্থান শহরকে সাধারণত ‘পিঙ্ক সিটি’ বলা হয়। আর তাই নিজেদের শহরের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেই রাজস্থান হয়ে যাচ্ছে গোলাপি।

রোববার (১০ ফেব্রুয়ারি) ‘মিট দ্য পিঙ্ক ডায়মন্ডস অফ ক্রিকেট!মিট দ্য নিউ রাজস্থান রয়েলস’- নামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের তুলে ধরে রাজস্থান। অবশ্য গেল আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও গোলাপি জার্সিতে মাঠে নেমেছিলো রাহানে-স্টোকসরা।

তবে এবার পুরো মৌসুমই গোলাপি জার্সিতে খেলবে দলটি। কিন্তু স্থায়ীভাবে জার্সি গোলাপি হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।