লোকালয় ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভ্যান চালককে মারধরের সময় বাধা দিতে গিয়ে খুন হয়েছেন একজন মুক্তিযোদ্ধা।
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, উপজেলার মুনিরকান্দি গ্রামে রোববার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস শেখের (৭০) বাড়ি মুনিরকান্দি গ্রামেই। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম জানান।
এসআই মহিদুল বলেন, ধান কাটা নিয়ে রোববার সকালে ওই গ্রামের সবুজ নামের এক ভ্যান চালকের সঙ্গে স্থানীয় সেলিম মাতুব্বর ও আলামিনসহ কয়েকজনের হাতাহাতি হয়।
স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দিলেও বিকালে সবুজকে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন আবারও তার ওপর হামলা করতে যায়।
“এ সময় ইদ্রিস শেখ বাধা দিলে তাকে ধরে নিয়ে তারা পাশের একটি দেয়ালে মাথা ঠুকে দেয়। মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করেন।”
পরে পুলিশ খবর পেয়ে ইদ্রিসের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই মহিদুল।