লোকালয় ২৪

গুলশানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্দেশনা চেয়ে রিট

গুলশানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও গুলশান এলাকার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার শুল্কা সারওয়াত সিরাজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।

আগামীকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।