গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে লম্বা জিন্নাত আলীর!

গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে লম্বা জিন্নাত আলীর!

গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে লম্বা জিন্নাত আলীর!
গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে লম্বা জিন্নাত আলীর!

কক্সবাজার : কক্সবাজারের বড়বিল গ্রামের জিন্নাত আলী বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। জিন্নাতের বয়স ২২ বছর। উচ্চতা এখনও পর্যন্ত ৮ ফুট ৬ ইঞ্চি।

এখনও পর্যন্ত বলছি তার কারণ, বিগত ১০ বছর ধরে লম্বায় বেড়েই চলেছেন এ যুবক। ধারণা করা হচ্ছে-তিনিই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ।

তবে এখনও সেই স্বীকৃতি মেলেনি। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে-শিগগিরই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের তকমা পেতে যাচ্ছেন জিন্নাত। গিনেসে তার নাম উঠবে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এ এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে নাম রয়েছে ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা তুরস্কের সুলতান কশেনের।

অর্থাৎ বাংলাদেশের জিন্নাত সুলতানের চেয়েও ৩ ইঞ্চি লম্বা। ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে জিন্নাতের নাম ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, জিন্নাতরা চার ভাইবোন। এক বোন, তিন ভাই। জিন্নাতের পরিবার সূত্রে জানা গেছে, ১০-১১ বছর বয়স পর্যন্ত আর পাঁচজনের মতোই স্বাভাবিক ছিল তার উচ্চতা। তার পর থেকেই অস্বাভাবিক লম্বায় বাড়তে থাকেন জিন্নাত। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তার খোরাক জোগানোই সমস্যা হয়ে দাঁড়ায়।

তবে সেই চিন্তা আপাতত মিটেছে। কারণ জিন্নাতের পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। জিন্নাত এখন রয়েছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানান, হরমোন সমস্যার কারণেই জিন্নাতের উচ্চতা অস্বাভাবিক হারে বাড়ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com