সংবাদ শিরোনাম :
গাজীপুর সিটিতে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

গাজীপুর সিটিতে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

গাজীপুর ‍প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপির ও জাসদসহ ১০ মেয়র প্রার্থী। বৃহস্পতিবার সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটানিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকররি সভাপতি সালাউদ্দিন সরকার, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সোরহাব উদ্দিন।

এরপরই ইসলামী ঐক্যজোটের নেতা ফজুলর রহমান তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী ছিলেন।

এরপর দুপুর সোয়া একটার দিকে সরকার দলীয় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দলীয় নেতাদের সঙ্গে নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি । অ্যাডভোকেট আজমত উল্লা খান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলীম উদ্দিন বুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস।

এছাড়াও ইসলামী শাসনতন্ত্রের মেয়র প্রার্থী নাসির উদ্দিন, জামায়াতের মহানগরের আমীর অধ্যক্ষ সানাউল্যা সতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে এবং আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন মেয়র পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। বিকেল সাড়ে ৪টার পর সিপিবির মেয়র প্রার্থী কাজী রুহুল আমীন, ইসলামিক ঐক্যফ্রন্ট এর দলীয় প্রার্থী জালাল উদ্দিন এবং ফরিদ আহমেদ সতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন।

এর আগে বুধবার দুপুরে জাসদের দলীয় মনোনীত মেয়র প্রার্থী রাশেদুল হাসান রানা রির্টানিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা মনোনয়পত্র জমা দিয়ে তাদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে সেবা দিতে নগরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মনোনয়নপত্র দেয়ার হিসার এরির্পোট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা অফিসে গণনা চলছিল।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। আগামী ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com