গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯ কেন্দ্রের ভোট স্থগিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯ কেন্দ্রের ভোট স্থগিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।

লোকালয় ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এই ৯টি কেন্দ্রের মোট ভোটার ২৩ হাজার ৯৩৫।

ভোট স্থগিত হওয়া এই ৯ কেন্দ্র হলো, ভোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (১), মেশিন ট্যুলস উচ্চ বিদ্যালয়, কুনিয়া হাজী আবদুল লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (১), কুনিয়া হাজী আবদুল লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (২), বিদ্বান সরকারী প্রাথমিক বিদ্যালয়, টঙ্গীর জাহান পাবলিক দত্তপাড়া কেন্দ্র, খরতৈ মনসুর আলী আদর্শ বিদ্যালয় (১), খরতৈ মনসুর আলী আদর্শ বিদ্যালয় (২) ও হাজী পিয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, দ্রুতই এসব স্থগিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।

কেন্দ্র স্থগিত হওয়া প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দীন মণ্ডল প্রথম আলোকে বলেন, এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ব্যালটপেপার লুটের কারণে স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com