সংবাদ শিরোনাম :
গল্প ‘বিচ্ছু মেয়ে’

গল্প ‘বিচ্ছু মেয়ে’

গল্প 'বিচ্ছু মেয়ে'
গল্প 'বিচ্ছু মেয়ে'

সব্যসাচী চৌধুরী

কাব্য রাগে ঝাড়া দিয়ে শ্যামলিমার হাতটা ছেড়ে দিল।
: তুমি সবসময় এমন করো কেন?
– হেহে কি করবো, অামার খুব ঠান্ডা হাত কারো গালে ছুয়ে দিতে মজা লাগে।
: তাড়াতাড়ি করো সূর্য্য ডুবার অাগে পাহাড়টার চূড়ায় পৌছাতে হবে।
– না গেলে হয়না, পা ব্যাথা করছে।
: না এত দূর এসে এমন সুন্দর একটা জিনিস মিস করতে চাইনা।
– অামি পারবনা, কারো ইচ্ছে হলে কোলে করে নিয়ে যাক।
: মানে কিহ!
– মানে এটাই।
: খাড়া পাহাড় কোলে করে নিয়ে হাটা যাবেনা।
– তাহলে কাধেঁ নাও!
: উঠুন, উদ্ধার করুন অামাকে।
শ্যামার স্বাস্থ্য প্রচন্ড রকমের খারাপ। ওজন মাত্র ৪১ কেজি। ‌সেহেতু কাধে নিয়ে হাটা তেমন কষ্টের নাহ। কাব্য যথেষ্ট শক্তসামর্থ দানবীয় শরীরের অধিকারী।
বিয়ের ৩ বছর পর তৃতীয়বারের মত মধুচন্দ্রিমায় বান্দরবন এসেছে কাব্য অার শ্যামলিমা।
পাহাড়ের চূড়ায় পৌছালো তারা। পাশ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে চাইলে হাত দিয়ে ধরা যায়। চূড়ার চারপাশে নানা রঙের ফুল ফুটে অাছে। যেন পাহাড়কে কেউ মালা পড়িয়েছে। শ্যামা চোখ বড় বড় করে দেখছে।
: ধন্যবাদ কাব্য।
– উহু!
: এখানে বসে গরম ধোঁয়া উঠা চা পেলে মন্দ হতনা।
কাব্য ব্যাগ থেকে ফ্লাস্ক বের করে চা ঢাললো কাপে। কারণ সে জানে শ্যামা চা খেতে চাইবে। বিয়ের অাগে একদম চা পছন্দ করতোনা শ্যামা। কিন্ত অাস্তে অাস্তে কাব্যর চায়ের নেশা দেখে শ্যামাও শিখে গেছে। কারণ ভালবাসায় কিছুটা ছাড় দেয়াই লাগে।
– তোমার কাছে সব সমস্যার সমাধান থাকে!
: নাহ, অামি সমস্যায় পড়লে শুধু তোমার দিকে তাকাই সমাধান অাপনা অাপনি হয়ে যায়।
– বিয়ের ৩ বছর পরেও ফ্লার্ট করছো, পুরনো হয়ে গেছি তো।
: অামার বউ অামি যা ইচ্ছা করবো হুহ।
– উহু চলো যাই ঠান্ডা লাগছে।
কাব্য তার গায়ের চাদরটা প্রশস্থ করে অর্ধেকটা বাড়িয়ে দেয় শ্যামার দিকে।
সূর্য লুকাচ্ছে পাহাড়ের অাড়ালে। দৃশ্যটা অতুলনীয়।
“এই উঠস না কেন”
এক মূহুর্তে সব হাওয়া। বুক ধরফর করছে কাব্যর।
: তুই এত ঘুমাস কেমনে?
– এত্ত রোমান্টিক একটা স্বপ্ন দেখছিলাম, তুই সেটার পোস্টমর্টেম করে দিলি।
: ভাল করেছি। চল অামার অাজ কলেজে ফাংশন অাছে।
– তোর ফাংশন তুই যা অামি যাব কেন।
: জলদি উঠবি নাকি অামি ফোনের গ্যালারী অান্টির কাছে সমার্পন করবো।
– তুই এগুলা এখনো ডিলেট করস নাই?
: নাহ ওগুলা তো অামার সোনার ডিম পাড়া মুরগী হাহাহা।
: তুই একটা অাস্ত প্যারা।
– ঠেংকু তাড়াতাড়ি কর, টেবিলে নাস্তা রাখা অাছে।
: মা কই?
– অামাদের বাসায় গেছে পিঠা নিয়ে।
: তুইও ফুট।।
– ওকা মামা টাটা।
কাব্যর স্বপ্নে ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দিল তাসু। তাসনোভা রহমান পাশের বাসার বিচ্ছু মেয়েটার নাম। কাব্য থেকে ৭ বছরের ছোট হলেও তাকে তুই তুই করে ডাকে। যদিও সবার সামনে তুমি করেই ডাকে।
অাজকের ওমলেটের স্বাদটা অন্যরকম লাগছে। নিশ্চয় ওই বিচ্ছু মেয়েটা বানিয়েটে। বিষ মিশিয়েছে, গলা জ্বলছে কাব্যর। গলায় হাত দিয়ে ফ্লোরেই শুয়ে পড়লো। ‌২ বছরের বন্ধুত্ব তাসু এমনটা করতে পারলো। কালেমা পড়ে অাল্লাহর হাওলা হয়ে চোখ বন্ধ করে ফেলল।
১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট!! অার ধৈর্য কুলোয় না কাব্যর। উঠে পড়লো সে,
কিরে মরলাম না কেন? মরবো কেন? বিষ কি সত্যি দিছে নাকি অামি ওভারএক্টিং করছি?
: কিরে ফ্লোরে বসে কি করিস?
– টাকা পড়ছে খুজছি, তুই রিক্সা ডাক।
: ওকা।
কাব্য দ্রুত নিজেকে সামলে বাইরে গেল। রিক্সার বামপাশে বসে অাছে তাসু। কারণ কাব্য ডানপাশে বসতে পছন্দ করে।
: ওই বোতাম সবগুলা লাগাইছোস কেন? একটা খুলে রাখ।
– নাহ অামি ভদ্র ছেলে।
: অাহা অাসছে রে শ্রাবণ কুমার!!
– অামি তোর বড় নাহ?
: তো অামি কখন বললাম তুই ছোট?
– তুই অামারে তুই তুকারি করে কথা বলিস কেন?
: অামার এত খারাপ দিন অাসেনাই তোরে তুমি করে বলবো।
– ভাইয়া কইয়া ডাকতে পারোস।
: রিক্সাওয়াসা চাচা! স্টপ!!
কষিয়ে ব্রেক কষলো ড্রাইভার।
– এটা কি হলো?
: তুই নাম রিক্সা থেকে
– কিহ? কেন?
: অামি বলছি নাম, নাইলে থাপড়াইয়া নামাবো।
– তাসনোভা কি বলছো। অাজ তো ফাংশন শেষে ফুচকা খেতে যাবো মনে নাই?
: এবার ঠিকাসে, ড্রাইভার যাও।
প্রথম যেদিন তাসুরা পাড়ায় অাসছিলো সেদিন থেকেই কাব্যর সুখের দিন শেষ। কাব্য গিয়েছিলো তানভীরদের বাসায় অার সিড়িতেই এই বিচ্ছু মাইয়ার সাথে দেখা।
: এই ছেলে বইগুলা ধরো তো, দেখতে পারছো না অামি নিতে পারছি না।
কাব্যর মুখে কথাই ফুটলো নাহ। এই এলিয়েনের অামদানি ঘটলো কবে!
চুপচাপ বইগুলো ২য় তলায় দিয়ে অাসলো। বিচ্ছু মেয়েটা একটা ধন্যবাদও দিলনা।
সেদিনের পর অার থামেনি মেয়েটা দুই বছর ধরে প্যারার উপর রেখেছে কাব্যকে।
রিক্সা যথারীতি কলেজের গেটে থামলো।
তাসুর গলায় কার্ড ঝুলানো তবে কাব্যর সেটা নেই কারণ কলেজ ছেড়েছে ৬,৭ বছর তো হবেই।
দাড়োয়ান পথ অাটকে দিল,
“কার্ড ছাড়া যাওন যাইবনা”
তাসু দাড়োয়ানের কলার চেপে ধরেছে,
তুমি যে কলেজের ওয়াইফাই ব্যবহার করে পবিত্র সাইটে ঘুরাঘুরি করো টাকলা প্রিন্সিপাল জানে?
‘অাপা কি কন? কলেজ তো অাপনাগোই, ভাইজানরে ঘুরাইয়া দেখান।’
তাসু কাব্যর হাত ধরে টেনে ভিতরে টেনে নিয়ে গেল। হঠাৎ দাড়িয়ে গেল তাসু,
“৫০ টাকা দে তো”
কাব্য পকেট থেকে টাকা বের করে দিলে তাসু সেটা নিয়ে দাড়োয়ানকে দিয়ে অাসলো।
কাব্য পিছনের সারিতে বসে পড়লো।
: এখানে বসলি যে।
– সামনে অনেক মানুষ অামি যাবনা।
: অামার পারফর্মেন্স অাছে তো।
– চশমা সাথে অাছে এখান থেকেই দেখতে পারবো।
: অাচ্ছা তুই বস অামি যাই।
যথারীতি তাসু স্টেজে উঠলো। একি তাসুর গায়ে শাড়ি। বাসা থেকে তো শার্ট প্যান্ট পড়ে বের হয়েছিলো শাড়ি অাসলো কোথা থেকে। টিয়া রঙের শাড়ি, কানে ইয়া বড় ঝুমকো, নাকে নোস পিন দেখতে একদম অন্যরকম লাগছে। শার্ট প্যান্ট ছাড়া তাসুকে কেউ দেখেছে বলে মনে নেই। অাজ বিচ্ছু মেয়েটিকে নদীর মতই শান্ত লাগছে।
“অামার সকল অভিযোগে তুমি,
তোমার মিস্টি হাসিটা কি অামি।
অামার না বলা কথার ভাজেঁ,
তোমার গানের কত সূর ভাসে।
তোমায় নিয়ে অামার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা অাছে,
অামার হাতে অাঙুলের ভাজেঁ
তোমাকে নিয়ে কত কাব্য রটে
ভূলিনি তো অামি তোমার মুখে হাসি
অামার গাওয়া গানে তোমাকে ভালবাসি
অাসো অাবারও কাছে হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাবো অামার পৃথিবীতে।”
গান শেষ করলো তাসু। পুরো কলেজ হাততালি অার শীষে বিস্ফোরিত হলো। অনেকক্ষণ পর তাসু এসে বসে পড়লো কাব্যর পাশে,
: গান কেমন হয়েছে?
– ভাল হয়নাই, পুরস্কার পাবিনা।
: হাহা টিউবলাইট। এটা প্রতিযোগিতা না সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার কোথা থেকে অাসবে।
– ওহ!
: ওই দেখ কলেজের ছাত্রনেতা জামিল ভাই অাসতেছে দাড়া পরিচয় করাই দেই।
“জামিল ভাইয়া!!
– তাসু কেমন অা. . . . ওয়েট!! কাব্য ভাইয়া নাহ?
কাব্য মৃদু হেসে সম্মতি জানালো।
: জামিল ভাইয়া অাপনি কিভাবে কাব্যকে চিনেন?
– হাহা কি বলো যখন নতুন ভর্তি হলাম ইন্টারে তখন কাব্য ভাইয়া অনার্সের শেষের দিকে। পুরো কলেজ উনাদের রাজত্বে। মিছিল, মিটিং, বক্তৃতা, বিতর্ক সবকিছুতেই কাব্য ভাইয়ের বিচরণ। পুরো কলেজের প্রতিটা ছেলেই উনার মত হতে চাইতো।
: অথচ অাজ এতটা নীর্লিপ্ত।
কথায় কাটা ফুরলো কাব্য। চলো কোথাও চা খাওয়া যাক।
সবাই মিলে মধুর ক্যান্টিনে বসে চা খাচ্ছে অার অাড্ডা দিচ্ছে। অনেক কথা হচ্ছে কাব্যর ব্যাপারে যা তাসুর অজানা ছিলো। তাসু শুধু অবাক হবার ভঙিতে কাব্যর দিকে তাকাচ্ছিলো।
জামিলের মোবাইলে ফোন অাসলে সে বিদায় নিয়ে চলে গেল।
– ফুচকা খাওয়াবা নাহ?
: চল।
রিক্সা চলছে ফুচকা পার্কের দিকে।
: তোমার কাধেঁ মাথা রাখি?
– তোর কি ভীমরতি ধরেছে?
: অাজকে বাসায় গিয়ে অান্টিকে দেখাব ছবিগুলা
– অামার বাসার ছাদে অামি সিগারেট খাবো তুই ছবি তোলার কে?
: ‌হেহে অামি ব্ল্যাকমেইলার।
– যা ইচ্ছা কর।
: ভাব নিচ্ছিস কেন, যাহ লাগবেনা।
মুখে নাহ বলেও মাথাটা ঠিকই এলিয়ে দিয়েছে কাব্যর কাধেঁ।
কাব্যর তাতে কোন ব্যাঘাত ঘটলো নাহ। ফুসকা দিয়ে গিয়েছে ওয়েটার। তাসু প্রথম ফুচকাটা নিয়ে কাব্যর মুখের সামনে তুলে ধরলো। কাব্য চারপাশে তাকালো কেউ দেখছে না তো!
“কিহ করছিস!!”
তাসু একি ভঙিমায় অপেক্ষা করছে। কাব্য কোন উপায় না দেখে ফুচকাটা মুখে নিয়ে নিল।
তাসু একটি ভিলেনী হাসি দিল।
: দেখ তোর হাসি দেখলে ভয় লাগে।
– অামি তোমাকে খাইয়ে দিয়েছি, এবার তুমি অামাকে দাও।
: পারবনা।
– ফোনের ছবিগুলা. . .
: নে মা খেয়ে রক্ষে কর অামায়।
বাসায় ফিরছে দুজনে। খুব শক্ত করে কাব্যর বাহু ধরে রেখেছে তাসু।
ইদানিং অনেকটা পাল্টে গেছে তাসু। অাগের মত শার্ট প্যান্ট পড়েনা। পায়ে পা বিধিয়ে ঝগড়া করেনা। তুই তুকারি করেনা। অার সাত সকালে উদ্ভট উদ্ভট সব রেসিপি বানিয়ে নিয়ে অাসে কাব্যর জন্য। খাবার ভাল হোক অার খারাপ হোক সে জঘন্য বলেই প্রচার করে।
৪,৫ দিন হলো তাসুর দেখা নেই। কাব্য কিছুটা মিস করতে লাগলো। একদিন ছাদে গিয়ে দেখলো তাসু লেবুগাছটার সামনে দাড়িয়ে কি যেন বলছে,
: অামার না বাসায় বিয়ের কথা চলছে, তুমি অামাকে নিয়ে পালাবা?
– শেষমেশ লেবুগাছের সাথে পালাবি?
: তাতে তোমার কিহ।
– নাহ অামার কিছুনা, যাওয়ার অাগে দু চারটে লেবু রেখে যাস।
এবার পাশ ফিরে তাকালো তাসু। চোখে দুটো অাগুনের মত লাল বর্ণ ধারণ করেছে। হয়তো অনেক কান্না করেছে, ঘুমায়নিও রাতে। চোখের কাজল অশ্রুর সাথে লেপ্টে গাল বেয়ে কালো জলধারার মত নামছে।
: কি হয়েছে তোর?
– বিয়ে ঠিক করেছে।
: ছেলে কি করে?
– ব্যাংকার।
: তাহলে তো ভালই।
– লোকটাকে অামি বিয়ে করতে চাইনা।
: হ্যারে তোর পছন্দ অাছে নাকি?
– অাছে তো!
: বলিসনি যে কোনদিন!
– জিজ্ঞেশও তো করনি কখনো!
: কাকে পছন্দ করিস?
– তোমাকে।
বলে মাথা নিচু করে রইলো তাসু। কাব্য অবাকচোখে তাকিয়ে অাছে তাসুর দিকে। কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে গেল কাব্য। তাসু তার যাওয়ার পানে নির্বাক ভঙিতে তাকিয়ে অাছে।
রাতে কিছুতেই ঘুম অাসলো কাব্যর। কেবল তাসুর কথা ভাবছে। তাহলে শ্যামার দেখা কি পাবনা? শ্যামা কি শুধুই কল্পনা? নাকি তাসুর মাঝেই রয়েছে শ্যামা? নাহ কিছুই মাথায় ঢুকছে নাহ। ঝিমঝিম করছে মাথাটা। কখনো প্রেম করা হয়নি সেটার কারণও জানেনা কাব্য। শুধুই ছুটছে সে কিন্তু কিসের পিছনে ছুটছে জানা নেই। মরীচিকা পিছনে ছুটে ধুকেঁধুকেঁ মারা।
প্রায় এক সপ্তাহ রুম থেকে বের হয়নি কাব্য। শ্যামাও অাসেনি অার ওইদিনের পর।
পরদিন সকালে তাসু অাসলো কাব্যর রুমে। অদ্ভূত সুন্দর ডিজাইনের মেহেদী দেয়া দুই হাতে।
পায়ের কাছে বসেই কাদঁতে লাগলো তাসু।
: কিরে কাদঁছিস কেন?
– তুমি কি সত্যিই জাননা?
: জানি!
– কাল দুপুরে অামার বিয়ে।
: হ্যা যাবো তো।
অামি সিরিয়াস কিছু কথা বলবো শুনো, কাল দুপুরে অামার বিয়ে, অামি সকাল ১১টায় পার্লারে থাকবো। অামি কিছু জানিনা তুমি অামাকে নিয়ে পালাবে নাহয় অামি কাল বরের বাড়ি গিয়েই বিষ খাব।
কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে চলে গেল তাসু। কাব্য কেবল তাকিয়ে ভাবছে কি করবে। সারাদিন যেমন তেমনভাবে কেটে গেলেও রাতে অস্থির হয়ে উঠল। মাথায় অাসছে না কি করবে সে।
অবশেষে স্থির করলো জীবন তো একটাই এত ভেবে কি হবে। সকাল সকাল ব্যাগ গুছালো কাব্য। মা প্রশ্ন করলে সে জানালো ঘুরতে যাচ্ছে কদিনের জন্য। মা এমনিতেও তাকে কোন কাজে বাধা দেননা। যথারীতি মাইক্রোতে অপেক্ষা করছে কাব্য। তাসু পার্লার থেকে বের হলে তাকে বগলদাবা করে দে ছুট।
: তোকে শাড়িতে অনেক সুন্দর লাগে।
– কিহ! জীবনে প্রথম তুমি প্রশংসা করছো।
তাসুর মা ফোন দিচ্ছেন,
“মা তুই একটাবার বললেও হতো অামরা তো মানা করতাম নাহ।”
উহু পালিয়ে বিয়ে করার মজাই অালাদা মা, ৭ দিন পর ফিরবো, টাটা।
“বিচ্ছু মেয়ে একটা”
বলে ফোন কেটে দিলেন মা।
কাব্য তাসু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হাসছে।
: কোথায় যাচ্ছি অামরা?
– বান্দরবন!!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com