সংবাদ শিরোনাম :
গরু, শুয়োর খেতেন! তাই পণ্ডিত নন, নেহরুকে তোপ দেগে বিতর্কে বিজেপি বিধায়ক

গরু, শুয়োর খেতেন! তাই পণ্ডিত নন, নেহরুকে তোপ দেগে বিতর্কে বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিবেদক: ফের বিতর্কে রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। এ বার তিনি আক্রমণ শানালেন পণ্ডিত জওহরলাল নেহরুর বিরুদ্ধে। তাঁর নয়া দাবি, বিফ আর পর্ক খেতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাই তিনি পণ্ডিত নন। কংগ্রেস গা-জোয়ারি করে নেহরুর নামের আগে পণ্ডিত ব্যবহার করে বলে মন্তব্য জ্ঞানদেবের।

শুধু তাই নয়, নেহরু-গাঁধী পরিবারের পাপেই আজ ভারতের আকাশে অশুভ শক্তি বিরাজ করছে। এমনটাই মনে করছেন রাজস্থানের আলওয়ার জেলার রামগড় কেন্দ্রের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা।

নেহরু ছাড়াও রাহুল গাঁধীর মন্দিরে যাওয়া নিয়েও কটূক্তি করেছেন তিনি। কিছু দিন আগেই রাজস্থান কংগ্রেসের প্রধান সচিন পাইলট বলেন, রাহুলের মন্দিরে যাওয়া কোনও নতুন ঘটনা নয়, ইন্দিরা গাঁধীর সময় থেকেই তিনি মন্দিরে যান।

ফের বিতর্কে রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। এ বার তিনি আক্রমণ শানালেন পণ্ডিত জওহরলাল নেহরুর বিরুদ্ধে। তাঁর নয়া দাবি, বিফ আর পর্ক খেতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাই তিনি পণ্ডিত নন। কংগ্রেস গা-জোয়ারি করে নেহরুর নামের আগে পণ্ডিত ব্যবহার করে বলে মন্তব্য জ্ঞানদেবের।

শুধু তাই নয়, নেহরু-গাঁধী পরিবারের পাপেই আজ ভারতের আকাশে অশুভ শক্তি বিরাজ করছে। এমনটাই মনে করছেন রাজস্থানের আলওয়ার জেলার রামগড় কেন্দ্রের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা।

নেহরু ছাড়াও রাহুল গাঁধীর মন্দিরে যাওয়া নিয়েও কটূক্তি করেছেন তিনি। কিছু দিন আগেই রাজস্থান কংগ্রেসের প্রধান সচিন পাইলট বলেন, রাহুলের মন্দিরে যাওয়া কোনও নতুন ঘটনা নয়, ইন্দিরা গাঁধীর সময় থেকেই তিনি মন্দিরে যান।

গোরক্ষকদের দাপাদাপি, গণপিটুনি, ঘৃণামিশ্রিত হিংসা। নানা কারণে গত কয়েক বছরে বার বার শিরোনামে এসেছে জ্ঞানদেবের আলওয়ার জেলা। যদিও বিধায়ক ব্যস্ত থাকেন বিতর্কিত মন্তব্য করেই। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান, এমন অভিযোগও এনেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে যৌনপল্লি গড়ে উঠেছে বলেও বিতর্কে জড়ান তিনি।

 

সুত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com