লোকালয় ২৪

‘গরম খবর’ চলতেই থাকবে: কাদের

‘গরম খবর’ চলতেই থাকবে: কাদের

ঢাকা- দুর্নীতির চক্র বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘গরম খবর চলতেই থাকবে। ১৫ দিনেই কি সব খবর পেতে চান? আমরা যা বলেছি তা শুধু মুখেই না কাজেও দেখিয়েছি। যারা কালপ্রিট তাদের কোনও ছাড় নেই।’

আজ সোমবার (৭ অক্টোবর) সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

চলমান দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে কাদের বলেন, ‘কাদের বিরুদ্ধে অভিযান চলছে, কেন চলছে প্রধানমন্ত্রী নিজেই তার ব্যাখ্যা দিয়েছে। এখানে লুকোচুরির কিছু নেই। যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কোনো সংকোচ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগের সত্যতা প্রমাণ হলে কেউ রেহাই পাবে না। অভিযুক্ত করতে হলে অভিযোগ পেতে হবে। রাশেদ খান মেননও একটি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান। তাই বলে কি তাকে ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ত বলা যাবে।’

যুবলীগের চেয়ারম্যানের ব্যাপারে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘তিনি অপরাধী হলে সেটি প্রমাণ করতে হবে। প্রমাণ না পেয়ে ব্যবস্থা নেওয়া যায় না। সরকারের উচ্চাসন থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। যা হয়েছে সেটি দেখুন। ভবিষ্যতে কি হবে তাও দেখতে থাকুন।’

যুবলীগ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের সম্মেলন হচ্ছে। চারটি সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নভেম্বরের মধ্যেই সম্মেলনের কাজ শেষ করতে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তারা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। নেত্রী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার কাছে সময় চাওয়া হচ্ছে। যুবলীগের কাউন্সিলরা ঠিক করবে তারা কাদের নেতৃত্বে আনবেন। পার্টির সভাপতি ফাইনাল অথরিটি। তিনি পরিবর্তন করতে চাইলে অবশ্যই করবেন।’