লোকালয় ২৪

গভীর রাতে বোরকা পরে ঘরে ঢুকে ‘স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা’!

গভীর রাতে বোরকা পরে ঘরে ঢুকে ‘স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা’!

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় খলিলুর রহমান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করা হয়। নিহত খলিল বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ।

নিহতের স্ত্রী লিলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁদ কেটে বোরকা পরিহিত চার-পাঁচজন লোক ঘরে প্রবেশ করে খলিল ও তার স্ত্রী লিলি বেগমের হাত পা বেঁধে ফেলে। এ সময় তারা খলিলকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

সকালে এলাকাবাসীরা টেরপেয়ে লিলি বেগমের হাত-পায়ের বাঁধন খুলে দিয়ে পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে খলিলের মরদেহ উদ্ধার করে। নিহতের খলিলের তিন ছেলে ঢাকাতে বসবাস করেন। এছাড়া দু’জন মেয়ে শ্বশুর বাড়িতে। বৃদ্ধ দম্পতি গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে।