লোকালয় ২৪

‘গত ৪০ বছরে মেসির মতো কাউকে দেখিনি’- গ্রিজম্যান

‘গত ৪০ বছরে মেসির মতো কাউকে দেখিনি’- গ্রিজম্যান

স্পোর্টস আপডেট ডেস্কঃ এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের বন্ধন ছিন্ন করে স্পেনেরই আরেক পরাশক্তি বার্সিলোনায় যোগ দিয়েছেন এ্যান্টোনিও গ্রিজম্যান। কিন্তু ফরাসী তারকার শুরুটা কাতালান শিবিরে মোটেও স্বস্তির হয়নি।

লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সঙ্গে এখন পর্যন্ত মানিয়ে নিতে পারেননি। তবে দেরিতে হলেও হয়ত বোধোদয় হয়েছে বিশ্বকাপ জয়ী ফরাসী ফরোয়ার্ডের। তাইতো তিনি বার্সার দুই সেরা তারকার সঙ্গে মানিয়ে নেয়ার ইঙ্গিত দিচ্ছেন।

সম্প্রতি এই দুই তারকার সঙ্গে ডিনার করেছেন ফরাসী তারকা। এর ফলে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। মেসি ও সুয়ারেজ মাঠে ও মাঠের বাইরেও দীর্ঘদিনের বন্ধু। আর চলতি মৌসুমে ন্যুক্যাম্পে এসে তাদের বন্ধুত্বই খুঁজছেন গ্রিজম্যান।

সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড উয়েফাকে বলেন, ‘আমি সত্যি লাজুক এবং লোকজনের সঙ্গে আলাপে তেমন দক্ষ নই। আমি তেমন লোক নই, যে নিজ থেকে আলাপ শুরু করে। তবে লিও, লুইস ও আমি এখন একজন আরেকজনকে জানছি এবং আমরা ইতোমধ্যে একসঙ্গে ডিনারেও গিয়েছি।’

গ্রিজম্যান আরো বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নতি করবে, এবং তা ঘটলে তা আমাদেরকে মাঠে আরও সাচ্ছন্দ্য করবে।’

মাঠে মেসির নৈপুণ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়ছিল গ্রিজম্যানকে। অবশ্য বার্সেলোনা প্রাণভোমরাকে নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি ফরাসি তারকা। কেবল বলেন, ‘গত ৪০ বছরে আমরা তার (মেসি) মতো এমন একজনকেও দেখিনি। সে যা কিছু করে তা অবিশ্বাস্য। তাকে খেলতে দেখা সত্যি আনন্দের।’