লোকালয় ডেস্কঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছেন, তারা কিন্তু কিছু পাওয়ার জন্য করেননি। নয় মাস যুদ্ধ কিছু পাওয়ার আশায় করেননি। মুক্তিযুদ্ধ করেছেন বেশিরভাগই বঞ্চিত লোকেরা। যারা গণমানুষ তারাই মুক্তিযুদ্ধ করেছে, সম্পদশালীরা কিন্তু করে নাই। বাংলাদেশ যখন অগ্রসর হয়েছে, তখন তাদের তো অনেক বয়স। তখন কি তাদের সন্তানদের প্রতি একটা দায়িত্ব রাষ্ট্রের থাকে না? যেখানে ভালোবাসা থাকে, সেখানে চাওয়া-পাওয়ার কিন্তু কোনও বিষয় থাকে না।’
রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘শাজাহান খান একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং তিনি নিজেও মুক্তিযোদ্ধা। সেই দৃষ্টিকোণ থেকেই সমর্থন দেওয়ার জন্য তিনি এখানে এসেছেন। এর আগে এখানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্বেই আন্দোলন চলছিল। শাজাহান খান রাষ্ট্রের একটা অংশ, নীতিনির্ধারণী পর্যায়ে আছেন তিনি। সেখান থেকে কেউ আন্দোলন করে না। তারা যদি কাজ করতে চায়, চেয়ারে বসেই করতে পারে; তাদের মাঠে নামা লাগে না।’