‘খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় অভিযান’ দু’টি ড্রেজার মেশিন ধ্বংস

‘খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় অভিযান’ দু’টি ড্রেজার মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের খোয়াই নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমান আদালত দুটি ড্রেজার মেশিন জব্দ করেন। এসময় মেশিনগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

 

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায়  অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুুদ্ধে  অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ।

 

অভিযান পরিচালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা, সজিব কান্তি রুদ্র ও তাছলিমা শিরিন মুক্তা । এসময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা অভিযানের খবর শুনে পালিয়ে যান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রীজের ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও দীর্ঘদিন যাবত মাছুলিয়া ব্রীজের পাশ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল বালু খেকোরা। এ নিয়ে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও এই বালু উত্তোলন বন্ধ হয়নি।

 

সম্প্রতি এই বালু উত্তোলনের প্রভাবে মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর বাধ ভেঙ্গে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। বর্তমানে ক্ষতিগ্রস্থ বাধ মেরামতের কাজ চলছে। এরই মাঝে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে খবর পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে ব্যবসায়ী সোহেল মিয়া জানান- সরকারি সকল নিয়ন অনুসরণ করে আমি বালু উত্তোলন করে আসছি। কিন্তু এর পরও ভ্রাম্যমান আদালত বসিয়ে আমার দুটি মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি বিনষ্ট করে দিয়েছেন প্রশাসনের লোকজন। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র বলেন, নিয়ম বহির্ভুত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করতে না পারায় কোন জরিমানা করা সম্ভব হয়নি।

 

 

লোকালয়/একে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com