লোকালয় ২৪

খুলে ফেলা হয়েছে কৃত্রিম মেশিন, স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছেন কাদের!

খুলে ফেলা হয়েছে কৃত্রিম মেশিন, স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছেন কাদের!

লোকালয় ডেস্কঃ  সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন খুলে নেয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করছে তার হৃদযন্ত্র। তিনি একাকী শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।

বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরে হোটেল লবিতে উপস্থিত গণমাধ্যম কর্মী ও শুভানুধ্যায়ীদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ’কে উদ্ধৃত করে তিনি তথ্য জানান।

ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ঔষধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং তার শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে।

এর আগে ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি নিয়ে তৃতীয় দিনের মতো ব্রিফ করেন। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় চিকিৎসার অগ্রগতি নিয়ে ডা. ফিলিপ কোহ আবারও ব্রিফ করবেন বলে এসময় জানানো হয়।