লোকালয় ডেস্কঃ গ্রেপ্তার সংক্রান্ত আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক ও প্রচারণাকারীদের গণগ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক, খুলনার পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।
গ্রেপ্তার সংক্রান্ত আপিল বিভাগের রায় অমান্য করে বিএনপির নেতা-কর্মী, সমর্থক, ভোটের প্রচারণাকারীদের খুলনা মহানগর পুলিশ কর্তৃক গণগ্রেপ্তার, হয়রানি করা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববর্হিভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, খুলনার পুলিশ কমিশনার ও পুলিশের সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, “জনস্বার্থে বিএনপির এক ভাইস চেয়ারম্যানের করা এই রিটটি মূলত দলীয় স্বার্থে। কারণ তারা সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটি তথ্যও দেখাতে পারেননি।”
“উভয়পক্ষে শুনানি শেষে আদালত গ্রেপ্তার সংক্রান্ত আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে খুলনায় গ্রেপ্তার বা হয়রানি না করতে পুলিশের মহাপরিদর্শক, খুলনার পুলিশ কমিশনার ও পুলিশের সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে রুলও জারি করেছে।”
এর আগে রোববার খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ তুলে হাই কোর্টে রিট করে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, “কয়েক দিন ধরে সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি এবং আমরা নিজেরাও জানি যে, খুলনা সিটি করপেরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরকার আমাদের নেতা-কর্মী, সমর্থকদের উপর আক্রমণ শুরু করেছে। পরাজয় নিশ্চিত জানে বলেই তারা এমনটা করছে। এরই মধ্যে চার-পাচঁশ বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রার্থীর এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এমনকি বিএনপির সাধারণ সমর্থকদেরও উপরও একই রকম নির্যাতন চলছে। এর পরিপ্রেক্ষিতে আমরা একটি রিট দায়ের করি রোববার। আজ তার শুনানি শেষে আদালত রুলসহ আদেশ দিয়েছে।
“এ ধরনের গণগ্রেপ্তার এবং সাদা পোশাকে গ্রেপ্তার আইনের পরিপন্থী। এ বিষয়ে ব্লাস্টের করা একটা মামলায় সুপ্রিম কোর্টের রায় আছে। সেই রায়ে সর্বোচ্চ আদালত কতগুলো নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, কীভাবে কাকে, কোন অবস্থায় গ্রেপ্তার করা যাবে এবং গ্রেপ্তার করার আগে এবং পরে কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেটা আইন-শৃঙ্খলা বাহিনীকে সুনিদির্ষ্টভাবে নির্দেশ দেওয়া আছে।”
“কিন্তু এ নির্দেশনার কোনো কিছু তোয়াক্কা না করে খুলনা সিটি করপোরেশন এলাকায় গণগ্রেপ্তারের তাণ্ডবলীলা চলছে। এটা বন্ধ করা প্রয়োজন।”
তিনি বলেন, “সুপ্রিম কোর্ট হল দেশের উচ্চতম আদালত। এই আদালতের নির্দেশনা মানতে সকলেই বাধ্য। কেউ এর উর্ধ্বে নয়। যেসব আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে। তারা যেন এ রায়ের পরিপন্থী কোন কিছু না করে।
“এছাড়া গ্রেপ্তার সংক্রান্ত হাই কোর্টের এ নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশনে নির্বাচনী পরিবেশ ফিরে আসবে। যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে বিএনপি সেখানে বিপুল ভোটে জয় লাভ করবে।’
মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।