খুলনা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণার পর খুলনায় বিক্ষোভ-মিছিল করছেন দলের নেতাকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জকে উপেক্ষা করে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে সমাবেশ করছেন নেতকর্মীরা। পুলিশের লাঠিচার্জে ১০-১২জন নেতাকর্মী আহত হন।
খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম ও ছাত্রদলের সাবেক ভিপি মাসুদ আলমতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহানগরীর কেডিঘোষ রোডের মহানগর বিএনপি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
এদিকে রায় ঘোষণার পর খুলনার অধিকাংশ মার্কেট, বিপনী বিতান, দোকানপাট বন্ধ হয়ে গেছে। আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তুজা, মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দীপু ও যুবদল নেতা সালা উদ্দিনকে আটক করা হয়।