রাজশাহী প্রতিনিধি: রাজশাহী চারঘাট উপজেলার হাবিবপুরে বাঘা উপজেলার রাজু নামের (১৭) এক যুবক খুন হয়েছে। চারঘট মডেল থানা পুলিশ খুনী আল মামুনকে আটক করেছে।
থানা সুত্রমতে জেলার বাঘা উপজেলার বাউশা মাঠপাড়ার গ্রামের অজিতের ছেলে রাজু (১৭) আজ বৃহস্পতিবার মধ্য রাতে চারঘাট উপজেলার হাবিবপুর মাদ্রসার কাছে ধানের ক্ষেতে খুন হয়। স্থানীয় সুত্রে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযানে ঘাতক খুনীকে আটক করে।
নিহতের মাতা রোজিনা বেগম জানায়, গতকাল বুধবার বিকালে তার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এই হত্যার ঘটনার পুর্ব মর্হুত পর্যন্ত তার সন্তানের সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে এবং অটো ভ্যান ছিনতাই করা হয়। এই হত্যা কান্ডের সাথে জড়িত একজনকে আটক করেছি। তদুপরি পুলিশের অভিযান অব্যহত আছে। পরিশেষে অভিযুক্তর বিরুদ্ধে একটি হত্যা মামলা করে আসামেিক রাজশাহী জেল হাজতে প্রেরন করা হয়। মৃত দেহ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি তদন্ত আব্দুল বারী।